মা,তোমার আদর এ জীবনে
কত পরিপূর্ণতা আনে
স্নেহমাখা ঐ হাসিমুখ দেখতে-
ছুটে আসি আদরের টানে।
তোমার হাসি মুখেতে এই আমিটা
কত আশা খোঁজে-
নিঃস্বার্থের মায়া-মমতা বলতে,
তোমায় শুধু বোঝে।
মাগো,ইচ্ছে করে তোমার কোলে;
মাথা রেখে ঘুমোতে।
ইচ্ছে করে তোমার আচলে,
মুখ মুছে জুড়োতে।
ঐ ছোট্ট বেলায় কত যত্ন নিয়েছো,
তুমি এই আমার।
এ ঋণ শোধ হবেনা মাগো
কখনোই যে তোমার।
মা তোমার অনুশাসনে বলতে তুমি,
চলি যেন সুপথে।
সৃষ্টির এই শ্রেষ্ঠ সম্পদ পেয়ে,
যাবে কি কেউ বেপথে?
মুগ্ধদৃষ্টিতে ঐ মুখপানে যখন
মায়া ভরে দেখি,
সৃষ্টিকর্তা এ আমলনামায়,
দিয়ে দেন কত নেকি!
তোমার আদরের অনুপ্রেরণা হৃদয়ে
জুগিয়েছে সাহস সঞ্চার,
অকুতোভয়ে পাড়ি দেবো মাগো-
শত বাধা হবে অসাড়।
মা তোমার আদরের নেই কমতি,
নেই কোন পার্থক্য-
তোমারে সেবিতে ধন্য হবো আমি,
যতই হোক বার্ধক্য।
আদর-শাসনের এ গন্ডিতে আমায়,
রাখতে চাও প্রতিক্ষণে-
ক্ষুদ্রজীবনের অশেষ অধ্যায় জুড়ে
সর্বদা থাকো এই মনে।
মা, তোমার 'দু'চোখ জুড়ে আমায় নিয়ে-
এঁকেছো কত স্বপ্ন,
এ জগতে তুমি যে আমার-
অমূল্য এক রত্ন!