রাতের আকাশে চেয়ে থাকা দু-নয়ন বিষাদের বিবর্ণ আঁচড় কাটে!
মেঘাচ্ছন্ন মেঘের দল তারার চোখে চেয়ে থাকে নিষ্পলক অনিমেষে!
এত তারার ভীড়ে অবশ মনে থাকা- অনুভূতির জমাটবাঁধা আলোটা নাই!
চোখের নিচে কালো কালিতে লেখা-
পুরোনো গল্পের পৃষ্ঠাগুলো হাতড়াই!
কেউ ব্যাস্ত মুঠোফোনে যান্ত্রিক মন দেয়া-নেয়ায়!
কেউ ব্যাস্ত আবদ্ধ চার দেয়ালে অলিক স্বপ্ন দেখায়!
কলমদানিতে স্মৃতির পসরা সাজানো কলমের অলিখিত অভিযোগ-
আলনায় জীর্ণ-মলিন কাপড়ে লেগে থাকা- চেনা গন্ধে খুঁজি আমার অস্তিত্ব!
মশার শাসনে অতিষ্ঠ কয়েলটা ধোঁয়া উড়িয়ে ছাই হয়ে যায়!
মাঝে মাঝে ছিটেফোটা বৃষ্টি- ছাইয়ে পড়ে কর্দমাক্ত হয়ে শুকায়!
জ্বলজ্বল করা বাতিটা শক্তি ফুরিয়ে অবসন্ন রূপে আমায় দেখে-
প্রতিচ্ছবি আমার নিঃসন্ধিগ্ধ আমাতে
দ্রঢ়িষ্ঠ প্রত্যয়ের ঝড় তোলে-
শত উপেক্ষার অবসান ঘটিয়ে,
নিজ ছায়াটাকে তখন আপন করে নেয়া-
একচ্ছত্র আধিপত্য এই একলা দ্বীপে,
শাসনভার সইতে দন্ডিত হয়ে যাওয়া!