হয়তো মৃত আমায় দেখে,
ঘৃণা-অহংকার তোমাদের কান্না হয়ে ঝরবে-
হয়তো কাফনে জড়ায়ে আমার মূল্য-
সেদিন জানায়ে দিবে!
"কেঁদো না মা"বলবো না আর-
আমায় আমি চিরবিদায় জানায়-
রিক্তবক্ষে কিছুই নেই যে দেবার-
অশ্রু দিও না সঙ্গি করে আমায়!
নিও না বাবা ঐ আঙ্গুল চোখ মুছে-
প্রতিজ্ঞা ছিলো ও চোখে দুঃখ দেবো ঘুচে!
শৈশবে ঐ আঙ্গুলে আঙ্গুল রেখে,
চলতে শিখিয়েছিলে!
বড়ই গাছের পাতা ছিঁড়ে আজ,নোনা জলে বিসর্জন দিলে!
দেখো আমিও কেমন সাঙ্গ মুহুর্ত জুড়ে শান্ত চিরদিন-
পরপারে থেকে কি করে শোধ দেবো, এত ঋণ!
দেখো আজ-অট্টহাসি যে উবে গেলো প্রতিবেশীর আঁধার মুখে-
চলতে ফিরতে বাঁধা দিতে সবে- আজ দিচ্ছোনা কেন রুখে?
বসতবাড়ির উঠোনের বাগানে রং-বেরঙের ফুল ফুটবে-
আমার ঘ্রাণে সুগন্ধ ছড়াবে তোমরা কি তা বুঝবে?
অশ্রুপাতে কর্দমাক্ত করিও না আমার সমাধিতে-
মাটির চাপে দেহ মিশে একাকার একলা আঁধারেতে!
স্মরণ যদি হয় কখনো -এসো না কেউ আমার পাশে-
আমি পারবো না ছুঁতে বন্ধ দু-চোখে বৃষ্টি নামিয়ে ওপাশে!