আস্থা রেখেছিলেম তোমাতে-
হাসির ছলনায় বুক ভরা ভালোবাসা-
পড়ে যাওয়া বকুল ফুল সুগন্ধ শেষে-
মৃত্যু সন্নিকটে তবুও কাছে আসা!
থাকি আমি আকাশের মতো দূরবর্তি,
অধিকার নেই আশাহত এ বুকে,
যতটুকু বুঝলে না হৃদয়স্পর্শী-
ততটুকু ঘিরে মন থাকে অসুখে!
জানালার ক্ষয় ধরা শিকে চেয় রই-
বায়ুতাড়িত অক্ষয়ী রূপ নেই তার-
বিদূর রাতে বৈরাগী মন ডুকরে কাঁদে-
ক্ষয়ে ক্ষয়ে আমিও কেমন নিঃসাড়!
অগ্নিঝড়া নিঃশ্বাস সব জমিয়ে রাখি-
দীর্ঘশ্বাস দীর্ঘকালের সকরুণ বাশি-
সন্দেহ যাত্রায় গন্তব্য আর কতবাকি?
বজ্রপাতের আলোয় আজো একলা ছবি আঁকি!
অচেনা আকাশটায় মেঘের অঘোষিত  মিছিল-
সম্মুখে আমিও থাকি অস্পষ্ট ভাষায় প্রকাশিত-
নয়তো ঘনঘোরে থেকে- বুকে কষ্ট ঝড়ে বিরহ নীল-
বিষিয়ে যাওয়া অন্তর খুঁটে খায় অতীত-অবিরত!
অসংখ্য বাক্যে মেলাচ্ছি তোমায় কাব্যের নীতিতে-
বিচ্ছিন্ন দুটো লাইন মেলেনি যে কভু,
বদলে যাওয়া পৃথিবীর অনিবার্য রীতিতে-
পাথরে পাথরে আজও ঘর্ষণ হয় তবু!