থেকে যাওয়া ক্ষণিক মুহুর্ত যার-
না থাকার স্বভাবে-
চোখের জল চোখে শুকিয়ে আর,
কত আগুন নেভাবে?
ভর করে অলস ডানায়,
হাওয়া তুলে হাহাকার-
নিরুদ্দেশের যাত্রা ভাবায়,
কে তোমার ছিলো কবেকার?
ধ্বসে পড়া মাটি জুড়ে-
বিভ্রম চোখে ধরে-
স্বপ্নরা ব্যাথায় মরে,
তুমি ছাড়া কে পুড়ে?
কালো নয়নের কি দোষ-
ছিড়েখুঁড়ে করলে অবশ-
থামেনি অযথা আক্রোশ-
ভেতর খুঁজে হও নিরস!
আত্নপ্ররোচনায় আমিত্ব সুখ-
খুলে হাসে দাঁত বিভৎস মুখ-
বলিদানে কারো উৎসর্গ বুক-
তোমার রজনীতে প্রবল অসুখ!
অমর সত্যতা কাগুজে টাকায়-
সস্তা দামে মানুষ কেনায়-
ভরে নিঃশ্বাস লুব্ধ নেশায়-
অভুক্ত মনের হীনমন্যতায়!
ছোট্ট কাঠির বারুদ জ্বলে-
ছুঁড়লে যেথায় ছোট্ট বলে-
একদিন অসহায় তুমি সম্বলে,
ছাই উড়িয়ে ধুলোই ছুঁলে!
যতো আছে ততো দাও-
পাও যদি তা না পাও-
কত জীবন খেলিয়ে নাও-
প্রভুর দ্বারে কভু পথ ঘেরাও!