২০২৪ এর স্বাধীনতা (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৮-২০২৪
চব্বিশের এই স্বাধীনতায়
রুধির ক্ষরণ কত!
বীর-বাঙালি ছাত্রসমাজ
হয়নি তবুও নত।
গুলির আঘাত বক্ষে নিয়ে
রাজপথে হয় মিছিল,
বিভীষিকা রূপ ধারণে
রক্তকে পথ পিছিল!
মা ও বাবার বুক খালি হায়
বিয়োগ পুত্র,কন্যা!
শোকের ছায়ায় নিমজ্জিত
বয় দু'চোখে বন্যা।
আবু সাইদ, মুগ্ধ শহীদ
কচিকাঁচা শিশু,
হয়নি তবু ক্ষান্ত কভু
অধ্যেতারা পিছু।
"মরতে হলে মরবো সবাই"
বিদ্রোহে সুর তুলে,
স্বৈরশাসক দূরকরণে
দুঃখকে যায় ভুলে।
বোমা বারুদ বিস্ফোরণে
বঙ্গ আঁধার কালো,
রক্ত প্রদীপ বিসর্জনে
জ্বালিয়ে দিলো আলো।
পাঁচই আগস্ট সোমবারে রোজ
বাংলা স্বাধীন হলো,
শোকর গুজার রবের দ্বারে
অশ্রু টলো'মলো।