আফরোজা মেম ক্লাসে
মোঃ ইব্রাহিম হোসেন


আজকে আমার পড়ছে মনে ছোট্ট বেলার স্মৃতি,
পাঠশালাতে যাওয়ার তরে করতো বাবায় প্রীতি।
আম্মু আমার সাজায় দিতো কাজল চোখে দিয়ে,
লেখাপড়ার জন্য যেতাম ব্যাগ'টি কাঁধে নিয়ে।


আম্মাজানে থাকতো চেয়ে যাওয়ার পথো পানে,
স্মৃতিগাঁথা সেদিন গুলো দেয় দোলা যে প্রাণে।
সহপাঠী ডাকতো আমায় পাঠশালা'য় যায় আয়,
অপর জনে বলতো দাঁড়া থাম্'না আমি ভাত খায়।


আমরা সবাই ধরতাম বাজি বসবো প্রথম সিটে,
কেউ বলে ফির পাঠ না হলে মারবে স্যারে পিঠে।
বলতাম আমি ধূর শালা তুই একটা বড়ো বোকা,
স্যারের হাতের মার ও ভালো বলছি আমি খোকা।


টিটকারিতে বলতো তারা ছাত্র তুই যে ভালা,
মনের ভেতর গোসসা হতো বাড়তো আমার জ্বালা।
ক্লাসে গিয়ে চ্যাঁচামেচি আঙুল দিয়ে কানে,
বইটা খুলে মনটা দিতাম পড়াতে মোর ধ্যানে।


আধা কিলো খুব দূরে নয় মোদের ইশকুল খানা,
টিফিন দিলেই যেতাম বাড়ি খেতে কিছু দানা।
অল্প সময় দৌড়ে যেতাম ক্লাস নয়নে ভাসে,
দুরুদুরু কাঁপতো যে মন আফরোজা মেম ক্লাসে।
========================


বিশেষ দ্রষ্টব্যঃ-
(আমার প্রাইমারি স্কুলের শিক্ষিকা আফরোজা ম্যাডাম। আমাকে খুব ভালোবাসতেন। আমাদের বিজ্ঞান ক্লাস নিতেন। তিনি আর এ পৃথিবীতে নাই। আমাদের গ্রামেই তা্র বাড়ি ছিলো।। কবিতাটা লিখতে লিখতে মনের অজান্তেই তাঁর নামটা চলে আসলো। আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন - আমীন।)