আজ নবীজির জন্মদিন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৯-২০২৪ ইং
প্রিয় নবীর জন্মদিনে
দুরুদ সবার মুখে,
দিবানিশি সর্বক্ষণই
তাঁর নামই জপ সুখে।
দ্বীনের নবীর হয় আগমন
ওঠে রঙিন সূর্য,
আঁধার ভুবন আলোকিত
রণাঙ্গনের তূর্য।
চতুর্দিকে সুবাস ছড়ায়
মা আমিনার কোলে,
দোলে দোলে নবজাতক
মায়ের কোলে দোলে।
পুষ্পবাগে ফুলের কলি
ফুলগুলো সব ফুটে,
ভ্রমর গুলো মন-আনন্দে
দুরুদ পড়ে ছুটে।
নুরের নবী কামলিওয়ালা
নুর নিয়ে যে এলো,
পাপ-কালিমা নির্মূলে সব
শান্তি ফিরে পেলো।
বয় সমীরণ খুশির লগন
খবর দিলো সবে,
মরুর বুকে ফুটলো গোলাপ
জ্যোৎস্না জ্বলে নভে।