আজকে প্রিয়ার বিয়ে
ইব্রাহিম হোসেন


ভালোবেসে পাপ করিলাম
দুঃখ বারো মাস,
করছো তুমি আমায় ভুলে
সুখের জমিন চাষ।


সুখ পাখিটা বড়ই নিঠুর
ধরা দিলো না,
তোমার তরে আমি কাঁদি
আমার তরে মা।


প্রেম পিরীতের কষ্ট এতো
আগে বুঝি নাই ,
হারায় তোমায় মনিকোঠে
মৃত্যু জ্বালা পাই।


আজকে তোমার শুভ বিয়ে
মনের মাঝে সুখ,
তোমার জ্বালা আমার মালা
বুকটা ভরা দুখ।


সুখের নায়ে ভাসছো তুমি
সুখ নদীরই মাঝ,
দুখের প্রদ্বীপ জ্বলছে আমার
সকাল দুপুর সাঁঝ।


বেনারসি শাড়ি পরে
বৌ সেজেছো আজ,
দুখের পাহাড় বোঝা হয়ে
আমার মাথার তাজ।


কপালে টিপ হাতে চুড়ি
নুপুর পরে পায়,
খোশবু যেনো ছুটছে তোমার
বৌ সাজানো গায়।


তোমার বাড়ি আতসবাজি
রঙ বেরঙের লোক,
আমার বাড়ির ভরা লোকে
করবে সবে শোক।


স্বপ্ন দেখো রাশি রাশি
কণ্ঠে মধুর সুর,
ভবের মায়া ছেড়ে আমি
যাচ্ছি অনেক দূর।


না আসিবো ফিরে কভু
তোমার কাছে আর,
এমন সুখের লগন তোমার
আসুক বারে বার।