একাকী এ মন
মোঃ ইব্রাহিম হোসেন


ওগো প্রিয়া মোর হিয়া হৃদয়ের ছবি,
থাকো যদি নিরবধি দেবো তবে সবি।
তুমি আশা ভালোবাসা এ দেহের প্রাণ,
তুমি ছাড়া সব হারা আমি খান খান।


ডাকি কাছে প্রাণ বাঁচে থাকো যদি পাশে,
তুমি বিনা সঙ্গিহীনা থাকি তোমা আশে।
এসো ডাকি প্রাণ পাখি রাখো ওই বুকে,
ধরা মাঝে ভোর সাঁঝে মরি যেনো ধুঁকে।


নদী বাঁকে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় পাখি,
বহু দূরে সুরে সুরে তব আমি ডাকি।
প্রিয়তমা করো ক্ষমা ভুল যদি হয়,
পাতা নড়ে আঁখি ঝরে এ জীবন ক্ষয়।


দূর থেকে ডেকে ডেকে পথ পানে চেয়ে,
কাঁদে মন সারা ক্ষণ শোনো ওগো মেয়ে।
মনে আশা গড়ি বাসা তোমাকে যে নিয়ে,
কাছে আসো ভালোবাসো মোরে করো বিয়ে।


তোমা স্মরি প্রাণে মরি সকাল দুপুর,
বাজে কানে সুর তানে পায়ের নূপুর।
আমি একা দাও দেখা ওগো মোর সাথী,
নয় সুখে থাকি দুখে ঘরে নাই বাতি।