একাল আর সেকাল
মোঃ ইব্রাহিম হোসেন


আমাদের কালে খেলেছি কতই
ডাণ্ডা গুলির খেলা,
হাঁটি হাঁটি পায় চলেছি কখনো
গ্রাম-গঞ্জের মেলা।


আমাদের ক্ষণ কেটেছে হেলায়
হাডুডু খেলার ছলে,
পদ্মা নদীর ওই কিনারায়
ছলছল হাঁটু জলে।


তোমরা এখন তোমাদের কালে
লেখাপড়া করে মেলা,
কাটাবে সময় বড় হবে তবে
ভাসবে সুখের ভেলা।


করেছি যে ভুল হারিয়েছি কূল
দিচ্ছি মাশুল সবে,
মন বলে তাই ফিরে যদি পাই
আর কী কভু তা হবে?


আমাদের যুগে অভাবের টানে
হয়নি কো লেখা-পড়া,
তোমাদের যুগে জ্ঞানের মশাল  
গড়বে নতুন ধরা।