আকাশ ছোঁয়ার স্বপ্ন
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৭/০৫/২০২২, শনিবার।


নইতো আমি প্রজাপতি
সাধ তবু-ও মনে অতি
উড়বো আকাশ পানে,
পাখির মত ডানা মেলে
উড়বো নীলে হেসে খেলে
হয় না তো তার মানে।


আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি
সত্যি তো নয় সবই মেকি
সাধ জাগে হায় মনে,
হঠাৎ করে স্বপ্নযোগে
গেলাম আমি পরীর ভোগে
রাত্রে গহীন বনে।


সাত সমুদ্র তেপান্তরে
যুগের পর যুগ যুগান্তরে
নিলো অচিন দেশে,
ডানা লাগায় দিলো পরী
এখন আমি উড়তে পারি
পরীর বেশে শেষে।


বললো পরী চল্ যাই আকাশ
মুখটা তখন হলো ফ্যাকাশ
পথ খানি নাই চিনা,
হুর পরী মোর সাথী হলো
আকাশ কাছে নেমে এলো
সুর তুলে যায় বীণা।


পরীর সাথে নীলে উড়ি
বিশ্ব ভুবন ভ্রমণ করি
স্বপ্ন হলো পূরণ,
মেঘের সাথে ধাক্কা লেগে
শব্দ বিকট তীব্র বেগে
ঘুম ভেঙে সব হরণ।