আঁখি জলে ভাসি
মোঃ ইব্রাহিম হোসেন


কত দিন হয়ে গেলো আসিলেনা ফিরে,
তোমার বিয়োগ ব্যথা এ বুকের নীড়ে।
অধরে অধর রেখে দিতে গালে চুম !
তোমার পরশ পেয়ে আসিতো যে ঘুম।


ঘুম নাই দু'টি চোখে আছে শুধু জ্বালা,
দিয়ে গেলে ব্যথা আর বিরহের মালা।
আমাকে ছাড়িয়া তুমি সুখে আছো খুব,
সুখ নাই জ্বালা আছে দুখ নদে ডুব।


আশায় আশায় দিন কেটে যায় বেলা,
কোন অপরাধে আজ করো এতো হেলা ?
বিরহের তির মেরে আছো খুব সুখে,
আঁখি বারি ঝরে সদা ব্যথা নিয়ে বুকে।


খাঁচা ভেঙে উড়ে গেলে নীড় হারা পাখি,
তব প্রেমে অন্ধ আমি এসো কাছে ডাকি।
সইতে যে পারি নাকো আঁখি জলে ভাসি,
হৃদয়ে রক্ত ক্ষরণ দুঃখ রাশি রাশি।


কেমনে বাঁচিবো বলো এই দুনিয়ায় ,
তুমি বিনা ঝড় উঠে হাহাকারে হায় !
ভেঙে চুরে তছনছ এ বুকের ঘর,
এ ভুবন মরুভূমি সবই আজ পর।