আমাদের নদী
ইব্রাহিম হোসেন


আমাদের এই নদী চলে এঁকে বেঁকে,
চোখ জুড়ে প্রাণ ভরে দুই কূল দেখে।
দাঁড় টানে গান গায় সব জেলে ভাই,
লাগে কত অপরূপ তার জুড়ি নাই।


দখিনা বাতাস বয় উড়ে কালো কেশ,
সাদা সাদা কাশ'বন দেখে লাগে বেশ।
প্রজাপতি ডানা মেলে উড়ে যায় ওই,
রাজ'হাঁস ডেকে বলে সাথী তোরা কই?


তীরে তীরে ছেলেমেয়ে করে কত ভীড়,
বাতাসেতে দোল খায় নড়ে পাখি নীড়।
ঝিরিঝিরি বাতায়ন নদী-মাঝে ঢেউ,
মন কাঁপে কারো ডরে মজা পায় কেউ।


নদী ভাঙ্গনের ফলে ভাঙ্গে বাসা বাড়ি,
পলিপড়ে তীর গড়ে ফসলের কাঁড়ি।
মাঠ ঘাট বিল ভরে পানি থই থই,
জেলে সব মাছ ধরে রুই পুঁটি কই।


দুই ধারে বয়ে চলে নদী স্রোত ধারা,
নীলাকাশে উঁকি মারে শত শত তারা!
ছোটাছুটি করে কত সাদা মেঘ ভেলা,
প্রকৃতির নিয়মের কী দারুণ খেলা!