আমার গ্রাম
মোঃ ইব্রাহিম হোসেন


রাজশাহীর'ই ছেলে আমি
গ্রামটা আমার অনেক দামি
থাকি সবে মিলে,
আমার গ্রামের মাঠ পেরিয়ে
মন ভরে ভাই সব বেড়িয়ে
শাপলা ফোটে বিলে।


কাদিপুর যে আমার গ্রাম 
কত সুন্দর ধরাধাম 
সোনার ফসল মাঠে,
পদ্মা নদীর ধারে বাড়ি
বাঁধা আছে স্নেহের নাড়ি
নৌকা ভিড়ে ঘাটে।


মাঝিরা সব দাঁড় টানে
ভাটিয়ালি সুর গানে
কী অপরূপ দৃশ্য!
মন ভরে যায় দেখলে তা
আমার গ্রামের দৃশ্য টা
সবাই তারই শিষ্য।
==========


আমার শহর
মোঃ ইব্রাহিম হোসেন


আমার শহর রাজশাহী
জেলে মিলে জাল-গাহি
পদ্মা নদীর তীরে,
ডিঙ্গি নৌকায় মাছ ধরি
মাছের ঢাকি সব ভরি
নাও বাহি যে ধীরে।


আম বাগানের আম পাড়ি
মাঝে মাঝে দিই আড়ি
কলা,কাঁঠাল লিচু,
আমার দেশের সেরা ফল
ডাবের ভেতর মিষ্টি জল
আরও অনেক কিছু।


রাজশাহীতে আমের রাজ
ফলের বাগে কত কাজ
আমরা দেশের সেরা,
মিষ্টি ভাষা মধুর সুর
বাড়ি আমার কাদিপুর
সবুজ শ্যামল ঘেরা।


কাদিপুরের ছেলে আমি
গ্রামটা আমার অনেক দামি
থাকি সবে মিলে,
আমার গ্রামের মাঠ পেরিয়ে
মন ভরে ভাই সব বেড়িয়ে
শাপলা ফোটে বিলে।
===========