আমার নবী (সঃ)
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ (৫+৫+৫+২)


আমার প্রিয় বিশ্ব নবী আমার জান প্রাণ,
পারাপারের কাণ্ডারী যে পরকালের ত্রাণ।
এমন নবী পেলাম মোরা বিশ্ববাসী ভাই,
তাঁর দেখানো পথটা ধরে সুখটা খুঁজে পাই।


শান্তি সুখ চাও যদি গো নবী স্মরণ করো,
দ্বীনের পথে অগ্রসরে  সরল পথ ধরো।
দুুই জগতে মুক্তি পেতে তাঁর তুলনা নাই,
দ্বীন হারাকে পথ দেখাতে পাঠান তাঁকে সাঁই।


এলেন নবী এই ভুবনে খোদার বাণী নিয়ে,
আমরা সবে ধন্য ভবে আঁকড়ে ধরি হিয়ে।
অন্যায়ের দাবানলেই ভুবন ছিলো ভর,
নবী এলেন এই জগতে দূর হলো যে ডর।


ন্যায় নীতিকে প্রতিষ্ঠাতে দিলেন নবী মন,
নবী-কুলের শিরোমণি যে জানে সকল জন।
দ্বীনের তরে রক্ত গেলো হলেন কত ক্ষত!
হন'নি তবু ক্ষান্ত তিনি হন'নি কভু নত।


আজো কাঁদেন নবী আমার উম্মতের তর,
পুলসিরাতে সাফায়াতেও বাড়াইবেন কর।
সুপারিশেও রবেন তিনি হাশরের'ই মাঠ,
করতে খুশি সবাই তাঁকে  দুরুদ করো পাঠ।
=======================


বই হাতে নাও
মোঃ ইব্রাহিম হোসেন


খোকন সোনা বই হাতে নাও
পাঠশালাতে যাবে,
শিক্ষা নিয়ে বড় হবে
বাবা মায়ে ভাবে।


জ্ঞানই তোমার শক্তি ও বল
জ্ঞান জীবনের আলো,
শিক্ষা দিবে জ্ঞানের আধার
বাসবে সবাই ভালো।


অসভ্য এ ভবের জাতি
সভ্য পাবে ফিরে,
শিক্ষা দিয়ে গড়লে জীবন
থাকবে সুখের নীড়ে।


অশিক্ষিত মূর্খ লোকে
পায় না সম্মান কভু,
শিক্ষা দিবে পথের দিশা
চিনবে তবে প্রভু।


এখন থেকেই ধরবে তুমি
শিক্ষাদাতা  গুরু,
অ আ ক খ,এ বি সি ডি
প্রথম পড়া শুরু।
=========