আমার প্রিয় গ্রাম
মোঃ ইব্রাহিম হোসেন


স্বর্ণে ভরা নাম কাদিপুর
আমার ছোট্ট গাঁও,
অল্প দূরেই পদ্মা নদী
মাঝিরা বায় নাও।


সবুজ শ্যামল গ্রামখানি মোর
মাঠ ভরা ওই ধান,
চাষির ঘরে ফসল উঠে
কণ্ঠে ভরা গান।


পাখির গানে মুখরিত
পল্লী মায়ের প্রাণ,
ফুলে ফলে সুশোভিত
পুষ্প মালার ঘ্রাণ।


আকাশ নীলে উড়ে কত
শত পাখির ঝাঁক,
সন্ধ্যা নামে চাঁদনি রাতে
শেয়াল মামার হাঁক।


গ্রামটি আমার সর্বসেরা
তার তুলনা নাই,
ঝগড়াঝাঁটি পাড়াপড়শী
তবু যে ভাই ভাই।