আমি কালো 
ইব্রাহিম হোসেন 


নই তো আমি ধলা মানুষ
গাছের  কালো জাম,
সেই কারণেই ভালোবাসা
পেয়েও হারালাম ।


নই তো আমি অর্থশালী 
গরীব দুখী ছেলে ,
ভালোবাসার অপরাধে
পাঠা-ইলো  জেলে ।


নই তো আমি সন্ত্রাসী 
নই তো চাঁদা বাজ ,
সেই কারণেই মনের মানুষ
হারিয়ে গেল আজ ।


নই তো আমি দুশ্চরিত্র 
লুচ্চা, নিঠুর  , পাষাণ
সেই কারণেই দুঃখ দিল
আমার জানের জান ।


এ কেমন ভালোবাসা 
আমি বাসিলাম ?
সে তো ভুলে গেল আমি
নাহি পারিলাম ।


কালো বলে আমি আমার
স্বপ্ন হল চূর , 
আমায় ভুলে গিয়ে সে যে
গেল অনেক দূর ।


নেই যাতনা কষ্ট আমার
একটা প্রার্থনা , 
সারা জীবন থাক্ না সুখে
আমার প্রিয়তমা  ।