""আমি কালো তবুও আলো""
   ( ইব্রাহিম  হোসেন )
================
কালো ধলো  দুটাই হল
আল্লাহ তা'য়ালার সৃষ্টি,
কালো হলেও আল্লাহ তা'য়ালার
কাছে আমি মিষ্টি ।


আল্লাহ খুশি হয়ে কালো
বানিয়েছেন আমায় ,
তাঁর খুশিতে আমিও খুশি
মনে দুঃখ পুষি নাই ।


মা-বাবার পাঁচটি ছেলে
একটি হলে কালো,
কালোটারেও  সবার মতই
বাসে অনেক ভালো ।


দুঃখ নেই তাতে আমার
হলেও আমি কালো ,
মা বাবার চোখের মণি
তাদের চোখের আলো ।


কে কি বলে যায় আসে না
আমার কোন তাতে ,
আমি জানি আল্লাহ আছেন
সদা আমার সাথে ।


তাতেই আমি ধন্য ভবে
যায় আসে না কিছু ,
আল্লাহ তা'য়ালার কাছে সদা
করি মাথা নিচু ।


আমি কালো তবুও আলো
শ্রেষ্ঠ জাতির সেরা ,
আমার প্রভু,  আমার মালিক
আমার কাছেই খাড়া ।


তাঁর দয়াতে বেঁচে আছি
তিনি সবার সেরা ,
কালো হলেও এই ভুবনে
তাঁর দ্বারাতেই গড়া ।


♥♥♥♥♥♥♥
============