আমি কবি
মোঃ ইব্রাহিম হোসেন


আমি কবি আঁকি ছবি
তুলে ধরি সত্য দিক,
অপরাধের ওই জাল,
ভাঙ্গে দিই যে ধিক।


প্রভু ছাড়া কাউকে কভু
নাহি করি কভু ডর,
জগৎ মাঝে চলি  
বিধাতাতে ভর।


মনে মনে সদা পণে
সততাকে দিয়ে ঠাঁই,
অন্যায় পায়ে দলে
শান্তির ধারা পাই।


কবি হয়ে পারি যদি
ফুটাতে ও বাগে ফুল,
ফুটবে যেন ভবে
সমাজ পাবে কুল।


দিবানিশি ভেবে চলি
ভুলে যেন নাহি রই,
দূরে রবে ওই পাপ
অবিচারে মই।
========


বৃষ্টির রূপ
মোঃ ইব্রাহিম হোসেন


আষাঢ় শ্রাবণ বর্ষাকালে অঝর ধারায় বৃষ্টি,
ক্ষেত-খামারে ভরা জল,
কৃষক বলে মাঠে চল,
আসবে আরো বন্যা ঢল,
বাঁধতে হবে ক্ষেতের আইল দিতে হবে দৃষ্টি।


বৃষ্টির পানি ধরতে হবে চাষ করারই জন্য,
হাল-বাহিতে চল'রে ভাই,
এ ছাড়া যে উপায় নাই,
ফসল হলে খাদ্য পাই,
বর্ষাকালের জল-নিমিত্তে আমরা সবাই ধন্য।


বৃষ্টি পড়ে ঝম-ঝমাঝম রাখাল গুরু মাঠে,
হাম্বা হাম্বা গুরুর ডাক,
রাখালে দেয় জোরসে হাঁক,
গগনে নাই একটু ফাঁক,
মাঝিরা ভাই নৌকা বাঁধে পদ্মা নদীর ঘাটে।


গাছ-পালা সব নুয়ে পড়ে বাদল বারির ভারে,
পাখি করে বাসার খোঁজ,
দীন-দুঃখীদের নাই যে ভোজ,
এমনি করেই কাটে রোজ,
দুঃখগুলো ভর করে হায় গরিব দুঃখীর ঘাড়ে।


====================