আমি সবার ছাত্র
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ (৫+৫+৫+৩)


সারা ভুবন পাঠশালা যে
শিক্ষা গুরু মন্ত্র,
ছাত্র তরে শিক্ষক'ই
পাঠদানের যন্ত্র।


এ নিখিলের বিদ্যালয়ে
সবার আমি ছাত্র,
দেশ বিদেশে ভ্রমণ করে
কলম ধরি মাত্র।


শিক্ষা জ্ঞান নয় তো সোজা
সহজ নয় কর্ম,
কর্ম করে জানতে হবে
মানতে হবে ধর্ম।


দোলনা থেকে কবর তক
ধরতে হবে শিক্ষা,
যেতেও যদি হয় গো দূর
করতে জ্ঞান ভিক্ষা।


শিক্ষা নিয়ে অহংকার
নাই করার যে কিছু,
জ্ঞানার্জনে ছুটেই চলি
এই ধরার - ই পিছু।
===========


ঘুষের টাকার ফল
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ (৬+৬+৬+২)


সুদ ও ঘুষে ভোগ ও বিলাস
গড়ছো দালান বাড়ি,
বাড়ছো আরও পাপের রাস্তা
করছো হরণ নারী।


মনের ভেতর ভাবছো সদাই
চিরদিনের'ই তরে,
এমনি ভাবেই কাটবে যে দিন
তোমার জনম ভরে।


ভাবনা মিছাই জ্বলবে চিতায়
বুঝবে সেদিন তুমি,
রইবে না কেউ বলবে না কেউ
একটু তোমায় চুমি।


সবাই তোমার পর হবে ভাই
রাখবে না কেউ মনে,
তোমার পাপের কর্ম গুলোই
থাকবে তোমার সনে।


ঘুষের টাকায় গড়া সে ভবন
অভিশাপের'ই ডালি,
জনম জনম তোমার জন্য
পুণ্যের বোঝা খালি।
===========