আপু যাবে শ্বশুর বাড়ি
ইব্রাহিম হোসেন


ভাইয়া বলে ডাকিস যখন
মনটা আমার যাই রে ভরে,
আদর দিয়ে সোহাগ দিয়ে
পাঠাবো যে স্বামীর ঘরে।


নিজের বোনের মতই করে
ভালোবেসেছিলাম যারে,
মনের মাঝে আঘাত হেনে
কাঁদাইলো যে সে আমারে।


কোথা থেকে আসলি উড়ে
মনটা আমার ভরে দিতে,
এই হৃদয়ের ভালোবাসা
উজাড় করে সবই নিতে।


মায়ের পেটের বোনের মতোই
হৃদয় মাঝে ঠাঁই যে দিলাম,
সারা জীবন থাকিস রে তুই
তোকে আপন করে নিলাম।


তোকে ছাড়া ভাল্লাগে না
একটু চোখের আড়াল হলে,
নয়ন দুটি ঝরে শুধু
ভাসি আমি চোখের জলে।


সোনা পাখি ময়না পাখি
যাবে একদিন শ্বশুর বাড়ি,
স্বামীর আদর পেয়ে সে যে
পরবে বেনা'রসি শাড়ী।