আরবি বারোটি মাস
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৯/০৩/২০২২ শনিবার


আরবি সনের প্রথম এ মাস
মুহররমের মাস,
এজিদ সেনা শিমার হাতে
হোসেনের প্রাণ নাশ।


রাসূল বলেন যে'জন  দিবে
সংবাদ সফর শেষ,
জান্নাতেরই সেই সুসংবাদ
দেবো তারে বেশ।


মাস রবিউল আউয়াল বারোই
নবীর জন্ম দিন,
বিশ্ব তটে উঠলো বেজে
ইসলামের সুখ বীণ।


আব্দুল কাদির জিলানি পীর
পরলোকে যান,
এগারো'ই রবিউস্ সানি
আরবী মাসের চান।


জমাদিউল আউয়াল হলো
নফলেরই প্রাণ,
নফল রোজা, নফল নামাজ
খয়রাত আরও দান।


জমাদিউস্ সানির অর্থ  
দ্বিতীয় জুম'আ ভাই,
নফল কামে ধরাধামে
শান্তির আভাস পাই।


রজব মানে প্রাচুর্যময়
আসমান জমিন ওই,
মহান আল্লাহ সৃষ্টি করেন
তাঁর দয়াতেই রই।


চৌদ্দ তারিখ শাবান মাসের
দিনের পরে রাত,
নবীর উম্মত চায় যে মাফি
ভাগ্য নিয়ে সাথ।


মাহে রমজান মহান রবের
গুরুত্বের মাস খুব,
মুমিন যারা আল্লাহ প্রেমে
এ মাসে দেন ডুব।


শাওয়াল মাসের প্রথম তারিখ
মহা খুশির ঈদ,
মুমিনের তর ঘরে ঘরে
সর্বজনীন বিদ।


জিলক্বদ মাসে মুমিনগণে
বিশ্রামে নেয় শ্বাস,
অর্থশালীর চিত্ত মাঝে
হজ্জ করিবার আশ।


জিলহজ্জে'তে মুসলমানদের
আত্মত্যাগের ভিম্ ,
কোরবানীতে পশু জবাই
স্মরণ ইব্রাহিম।