আশার আলো
ইব্রাহিম হোসেন


আশার আলো জাগাই মনে
ভয় করি না তাই,
ভালোবেসে যে তোমায় আমি
আপন করে চাই।


মনের মাঝে স্বপ্ন আঁকি
বাঁধবো প্রেমে ঘর,
আশার আলো জ্বলবে ঘরে
থাকবে নাকো ডর।


তোমায় ছাড়া বাঁচবো না যে
এই ধরণী তল,
এক নজরে না দেখিলেই
নয়ন মাঝে জল।


কত যে ভলো বাসি তোমায়
কেউ জানে না তাহা,
তোমার তরে ঝরলে আঁখি
কষ্ট বলে আহা।


তুমি আমার আশার আলো
আঁধার ঘরে বাতি,
অনেক ভালো বাসি তোমায়
না বুঝি কুল জাতি।