অহংকারী
মোঃ ইব্রাহিম হোসেন


মাটির গড়া এই জীবন নিয়ে
অহংকারে সাজিয়ে এ জীবন,
চলবে কতদিন ভবে তুমি ?
হবে একদিন তোমার পতন ।।


অনেক অনেক দামি পোশাক পরে
চলো ভূ পাতে গর্ব করে ,
দেখো তাদের সদা ঘৃণার চোখে,
যারা জীর্ণ শীর্ণ পোশাক পরে ।।


ওরে অহংকারী! গর্বকারী ! মূর্খ মানব!
একটা কথা মনে রেখো,
একই রক্তে ও মাংসে গড়া দুই জীবন
ধনী আর গরিব চেয়ে দেখো ।।


ধনী আর গরিবে নেই তো তফাৎ
তফাৎ শুধু টাকা-পয়সায় ,
টাকার কারণে বাস অট্রালিকায়
টাকার কারণেই কুঁড়ে গাছ তলায় ।।


ওরে অহংকারী! গর্বকারী! মূর্খ মানব শোন!
জন্ম তোমার যদি হতো তথায়,
অর্থহীন আর গরিব দুঃখী সারাবেলা
কষ্টে জীবন কাটায় যেথায় ।।


তাদের মতই যদি হতে তুমি এই ভবে  
জীর্ণশীর্ণ পোশাক পরে থাকতে তবে ,
থাকতো তখন তোমার গর্ব কোথায় ?
গরিবি হাল তোমার সব দিত দেবে ।।


অহংকারী নও, তুমি খোদার দুশমন
ক্ষণিকের তরে আছো আজ বলীয়ান ,
সকালের বাদশা বিকেলে ফকির
খোদাতায়ালা এই ক্ষমতায় ক্ষমতাবান ।।
🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛
**********সমাপ্ত*********
====================


***********************
একটি বিশেষ আকুতি  :-  
হঠাৎ করেই আমি অসুস্থতা বোধ অনুভব করছি প্রিয় সকল পাঠক,বন্ধু ও কবিগন !
প্রার্থনা করবেন আল্লাহ তায়ালার কাছে  
শীঘ্রই যেন তিনি মোরে করেন আরোগ্যদান।


সকলের প্রতি জানাই আমি আমার আন্তরিক নিরন্তর ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন সদা ।
এই শুভকামনাই রইল সকলের তরে ।
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
***********************