অর্থ-পিশাচ
মোঃ ইব্রাহিম হোসেন


টাকার জন্য পাগল সবাই
বিবেক বিকিয়ে খায়,
টাকার জন্য করছে হত্যা
এ জগতটাতে হায়!  


মানবতা নাই সব চুষে খায়
এই তো মানব নীতি,
দান খয়রাতে লোক'কে দেখায়  
মিথ্যা তাদের প্রীতি।


সুদ খাওয়া আর ঘুষ খাওয়া ভাই
নিত্য দিনের কাম,
অর্থ-পিশাচ অর্থের মোহে
ছুটছেই ধরা'ধাম।


কোনটায় ভালো কোনটা মন্দ
না চিনে তো কিছু তারা,
বুদ্ধি বিবেক বিসর্জনে'ই
করছে সর্ব'হারা।


খাচ্ছে আরও লুটছে সব'ই
ধ্বংস হচ্ছে দেশ,
দেশের জন্য নাই তো দরদ
বিন্দুমাত্র লেশ।
========


নামাজের আহ্বান
মোঃ ইব্রাহিম হোসেন


মুয়াজ্জিনে মধুর সুরে
মিনার হতে হাঁকে,
ফজরেরই আযান হলো
মসজিদ পানে ডাকে।


গাছের ডালে পাখ-পাখালি
জিকির করে চলে,
মিষ্টি মধুর কণ্ঠ সুরে
আল্লাহ মহান বলে।


ঘুম থেকে সব ওঠো সবে
খোকন সোনা ময়না,
যাচ্ছে বয়ে নামাজের ক্ষণ
আর তো দেরি সয়না।


অজু করে পড়বো নামাজ
চলো মসজিদ ঘরে,
সিজদাহ্ দিয়ে চোখের পানি
ফেলবো খোদার ডরে।


নামাজ শেষে দু'হাত তুলে
চাইবো পাপের ক্ষমা,
এই জীবনে যত আছে
পাপের রাশি জমা।
==========