অর্থনীতির হাল
মোঃ ইব্রাহিম হোসেন


অর্থনীতি গেছে ক্ষেপে
বাজারটা আজ খুবই চড়া,
পণ্য মালিক ধরছে চেপে  
দাম কমালে মেজাজ কড়া।


মধ্যবিত্ত এই সমাজে
আজকে সবাই দিশেহারা,
মুখ ঢাকে তার খুব যে লাজে
দীন দুখীরা সর্বহারা।


চাল ডাল আদা পিঁয়াজ রসুন
কিনতে পকেট হয় যে ফাঁকা,
মাছ ও মাংসে ধরছে আগুন
বস্তা ভরা লাগছে টাকা।


ধনীর দুলাল সুখ পবনে
অভাব তো নাই তুলে যে পাল,
কৃষাণ কামার দুখ সাধনে
ব্যর্থাতাতে কী করুণ হাল!


এই যদি হয় আজকে দেশে
মরবে মানুষ ধুঁকে ধুঁকে,
কি হবে আর অবশেষে  
জুটবে না ভাত দীনের মুখে।