মুক্ত বদ্ধ স্বর
=========


অস্ত্র ধর
ইব্রাহিম হোসেন


রিক্ত হস্তে মুক্তি নাই
তন্ত্র মন্ত্র যুক্তি চাই,
ক্যামনে ধরবো অস্ত্র বেশ
রক্ষা করতে মাতৃ দেশ।


একটু একটু অগ্রে যাই
চিত্ত মধ্যে শঙ্কা ভাই,
মারবো রুখবো শত্রু ওই
ঐক্য গড়বো তোমরা কই?


উর্ধ্বে নিম্নে উচ্চ তাপ
যুদ্ধ নৃত্যে নাইকো মাফ,
রুদ্ধ ক্ষুব্ধ কণ্ঠে হাঁক
বন্ধ করতে শত্রু বাক।


বজ্র কণ্ঠে দিচ্ছে ডাক
রক্ত ঝরবে কাটবে নাক,
ডঙ্কা বাজবে করতে নাশ
হুমকি ধুমকি বাড়বে ত্রাস।


যুদ্ধে লগ্নে অস্ত্র ধর
দেশটা বাঁচবে মুক্তি পর,
হাসবে নাচবে জন্ম ভূম
ধর্মে কর্মে পড়বে ধুম।
===============


বিশেষ দ্রষ্টব্য : -
এ কবিতায়,
প্রতিটি লাইনে চারটি করে শব্দ রয়েছে।
প্রতিটি লাইনে তিনটি শব্দের মাঝে তিনটি করে বর্ণ রয়েছে।
প্রতিটি শব্দ বদ্ধস্বর দিয়ে শুরু হয়েছে এবং মুক্তস্বর দিয়ে শেষ হয়েছে।
প্রতিটি লাইনের শেষ শব্দ বদ্ধস্বর রয়েছে।
======================


অহংকারী
ইব্রাহিম হোসেন


অহংকারী অগ্নি রবি
আঁকো মনে নগ্ন ছবি
ভাবো একাই বড়ো,
এমন ভাবনা কেনো মনে
থাকবে না কেউ তোমার সনে
বড়াই কেনো করো?


উচিৎ কথায় মুখটা ভারি
ধমক দিয়ে মারো ঝাড়ি
বদ মেজাজে থাকো,
হক কথাতে তিক্ত মনে
কুয়া খুঁড়ো গভীর বনে
দোষটা নিজের ঢাকো।


অন্য মনে আঘাত হেনে
ভাবছো মহান নিজকে মেনে
তুমি সবার সেরা,
কল্পনাটা নয় তো খাঁটি
অন্তরে রোষ পরিপাটি
হিংসা দ্বারা ঘেরা।


মানবতা কোথায় গেলো
মনের গ্লানি মুছে ফলো
বাসবে সবে ভালো,
স্বর্ণাক্ষরে থাকবে লেখা
ধন্য জীবন ধন্য শেখা
করবে জগৎ আলো।
===========