আযানের সুর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৭-২০২৪ ইং

আযানের সুর মিষ্টি মধুর
মসজিদ পানে ওই,
ডাকে সব আয় নামাজেতে ভাই
গাফেল কেনো বা রই?

শ্রদ্ধা সালাম নামাজ কালাম
সিজদাতে নুয়ে শির,
গুনাহ স্মরণ রবকে বরণ
ঝরিয়ে দু'চোখে নীর।

নামাজে আসান পাপের পাষাণ
মনের কালিমা দূর,
নামাজী মানুষ নয় অমানুষ
চিত্ততে জ্বলে নূর।

আযানের ধ্বনি মন দিয়ে শুনি
কল্যাণে ডাকে আয়,
থাকিও না ঘরে নামাজের তরে
ডাক দিয়ে বলে যায়।

নামাজ বিহীন দাহ সীমাহীন
নরকের তলে ঠাঁই,
মধুর আযানে বলে দো-জাহানে
শান্তি কোথাও নাই।