বাবা মানে বৃক্ষ ছায়া
মোঃ ইব্রাহিম হোসেন


বাবা তুমি আমার কাছে রত্ন হীরা ধন,
তুমি বিনা বিষাদ সবই কাটে না মোর ক্ষণ।
তোমার ছায়াতলে আছে দুই পৃথিবীর  সুখ,
এই হৃদয়ের দুঃখ ভুলি দেখলে তোমার মুখ।


পাহাড় সমান কষ্ট করো নিত্য আমার তর,
যত্ন করে আগলে রাখো তোমার বুকের ঘর।
রৌদ্র খরায় তনু ভিজে মুখটা কালো হয়,
আমার মুখের হাসি দেখে দুঃখ করো জয়।


প্রভুর দেওয়া সন্তান তরে নিয়ামতের নাজ,
বাবা বিনে এতীম শিশু মাথায় পড়ে বাজ।
সব শিশুরাই শান্তিতে রয় বাবার ছায়া'তল,
পিতৃহীন যে অসহায় সে ঝরে চোখের জল।


অবনী পর সন্তানের তর বটবৃক্ষ মূল,
এতীম যারা তারাই বুঝে নেইতো তাদের কূল।
বাবা তোমার খুশিতে হন আল্লাহ আমার খোশ,
তোমার মুখের মিষ্টি বাণী বাড়ায় মনের জোশ।


বাবা তুমি স্বর্গ নরক আসমানেরই চাঁদ,
তোমার স্নেহ মমের মাঝে নেইকো কোনো খাদ।
জনম জনম করেও সেবা শোধ হবে না ঋণ,
বাবা মানে বৃক্ষ ছায়া সন্তানের সুখ বীণ।