বাবার জমিদারি  
মোঃ ইব্রাহিম হোসেন


ময়না তোমার বাবা পুলিশ
আমার বাবা জমিদার,
ভাগ্য তবুও হার মানিলো
দুঃখে জীবন একাকার।


ছাত্রজীবন ছিলো ভালো
কী যে ছিলো চমৎকার!
কে যেনো হায় ঢিল মারিলো
করলো আমায় বলাৎকার!


নতুন জীবন সন্ধানে হয়
নতুন নতুন আবিষ্কার,
আমার পথে হাজার কাঁটা
হয় না তো পথ পরিষ্কার।


সুখের খোঁজে ধাই দিকে দিক
সুখের দেখা কয় হলো?
মনকে বুঝাই কেঁদো না মন
এবার বাড়ি যাই চলো।


জীবন নদীর ঢেউয়ের মাঝে
ওই তরী খান ডুবলো রে,
আমার বাবার জমিদারি  
এখন দেখি খায় পরে!