বাবার কবর
মোঃ ইব্রাহিম হোসেন


আয় খোকা আয় চল্ ছুটে যাই
বাঁশ বাগানের তলে,
সেইখানে মোর স্মৃতি জড়া ভোর
ভাসি যে নয়ন জলে।


তিরিশ বছর কষ্টে প্রহর
কাটলো আমার একা,
বাবার কবর শোন রে খবর
ছোট্ট বেলার দেখা।


এক সাথে তাঁর হাঁটাহাঁটি আর
কত না মধুর স্মৃতি,
আরো ছিলো হায় তোকে বলে যাই
স্নেহে মমে ভরা প্রীতি।


স্মৃতিগুলো আজ বিষাদের সাজ
মন বিরহের বাঁকে,
দূর নীলিমায় সুর ইশারায়
স্বপ্নতে মোর ডাকে।


রাত্রি বেলায় তন্দ্রা তলায়
আসে না যে ঘুম চোখে,
বাবার মতন নাই যে আপন
কেউ ভুবনের লোকে।


চল্ সেথা যাই অশ্রু গড়াই
আমরা দুহাত পেতে,
রবের'ই দ্বার চাই দয়া তাঁর
মগ্নতে তাঁর মেতে।


বিনয়ের বাক জান্নাতে থাক
তোর দাদু ভাই ওরে,
ভীষণ ডরের অন্ধকারের
জ্বলুক মশাল গোরে।