বাঁচা মরার বয়স
ইব্রাহিম হোসেন


বাবার আগে ছেলে মরে
দাদার আগে বাপ,
পার পাবে না কেউ কখনো
হয় গো যদি পাপ।


নানির আগে মরে নাতিন
মেয়ের আগে মা,
বাঁচা মরার এই ভুবনে
বয়স লাগে না।


বিচার হবে মানব জ্বীনের
কিয়ামতের দিন,
গাফেল হয়ে আর থেকো না
ধনী গরিব হীন।


বেহুঁশ  হয়ে কেনোই থাকো
ধরো রাসূল পথ,
রাসূল পথে মুক্তি আছে
স্বর্গে যাওয়ার রথ।


সকল প্রাণীর মরণ হবে
দুদিন একদিন পর,
বয়স গুনে চিন্তা কেনো
করো মরার তর?