বৈশাখী স্মৃতি
ইব্রাহিম হোসেন  


এসো এসো এসো, এসো হে বৈশাখ,
প্রার্থনা করি আমি তুলে দুটি হাত ।


নতুন বছরের নব-বর্ষের সাজ,
সেজেছে বাঙালি রংগে রংগে আজ ।


খুশিতে বারটা মাস কেটে যাক্ ,
বাহান্ন সপ্তাহ খুশিতেই থাক্ ।


তিনশত পঁয়ষট্টি দিন যাক্ না কেটে,
আল্লাহ তায়ালার সুদৃষ্টির সাথে ।


আট হাজার সাতশত ষাট ঘন্টা,
বেজে যাক্ সারাক্ষণ সুখ-বীণটা ।


পাঁচ দুই পাঁচ ছয় শূণ্য শূণ্য মিনিট ,
সবার সনেই হোক খুশিরই মিট ।


তিন এক পাঁচ তিন ছয় শূণ্য শূণ্য শূণ্য ,
প্রতি সেকেন্ডেই সবার আশা হোক পূর্ণ ।


মা-বাবা, ভাই-বোন সকলের সাথে ,
যাক্ না সুখের দিন দিবানিশি রাতে ।


এই শুভ কামনাই করি আমি ইতি ,
প্রতি মনে গাঁথা থাক্ বৈশাখী স্মৃতি ।