কবিতা - বাসর রাত
লেখক - ইব্রাহিম হোসেন
রচনার তারিখ - ১৭-০৮-২০২০ ইং
===================


একটি ছেলে বিয়ে করে, আনল বধু ঘরে;
কেমন করে যাবে ঘরে, চিন্তা মনে ধরে?
পাশেই ছিল বড় ভাবি, ধাক্কা দিয়ে তারে;
ঘরের ভিতর ভরে দিয়ে, শিখলি মারে দ্বারে।
লাজুক ছেলে যায়নি কভু, কোন মেয়ের পাশে;
দূরু দুরু বুকটা কাঁপে, একটু ভয়ে হাসে।
হঠাৎ শোনে সালাম কানে,সামনে চেয়ে দেখে;
খাটের মাঝে ঘুমটা দিয়ে, বৌটি পাশে ডাকে।
চুপি চুপি কাছে গিয়ে , বসতে গেলে পাশে;
একটু দাঁড়াও মিষ্টি মুখে, বৌটি বলে হেসে।
অনেক কাজ আছে বাকি, কাছে আসার আগে;
একটি কথা শোনো স্বামী, দোহায় তোমার লাগে।
থমকে গেল সেই ছেলেটি হয়ে নিরুপায়,
বল বল প্রাণের বিবি,  মনে যাহা চায়।
ওযু করে এসো স্বামী, পাশাপাশি দুজন;
শুকরানার নামাজে করি, আল্লাহ পাকের স্মরণ।
লাজুক ধরন, ছেলের বরণ লজ্জা চোখের কোনে;
মন উতলা আত্মহারা, এই ছিলো যে মনে।
খুশি মনে সেই ছেলেটি, অজু করে আসি;
বর-কনে পড়ল নামাজ, দাড়িয়ে পাশাপাশি।
দুজন মিলে দোয়া করে,আল্লাহ পাকের দ্বারে,
সুখে রেখো মাওলা তুমি, সারা জীবন ভরে।
সারারাত করল তারা,প্রেম পীরিতের আলাপ;
খোশ গল্পে কেটে গেল, মধুর বাসর রাত।
বাসর রাতে হয়নি তাদের,কোনই ফরজ কাজ,
একেই বলে সত্যিকারের, বাসর রাতের সাজ।