বেদনার ফাগুন (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৮-২০২৪ ইং
আমরা মানুষ স্বাধীন দেশের নই তো স্বাধীন কেহ,
বঙ্গভূমির হৃদয় ক্ষত রক্ততে লাল দেহ।
কীসের আশে কোন্ বা মোহে ক্রোধের এমন জ্বালা?
গুলির বর্ষণ হত্যা ধর্ষণ রক্ত সুতোর মালা।
রাজ-ক্ষমতার দাপট মোহে সিংহাসনে আসন,
আকাশ যানে গোলাবারুদ মৃত্তিকাতে শাসন ।
রক্ত দিলো প্রাণ হারালো ছাত্রসমাজ ক্ষত,
সন্তানহারা মা ও বাবা ক্রন্দনে রয় রত।
আবু সাইদ, ফয়সাল আহমেদ, ওয়াসীম আকরাম, তামিম,
যুদ্ধে গেলো আর না এলো আসবাবুল ভাই ইয়ামিন।
তানভিন, ফারহান, ইরফান ভুঁইয়া, নেওয়াজ ফাহাদ, মুগ্ধ,
সাকিল পারভেজ, ফাহমিন জাফর চালায় কোটার যুদ্ধ।
হৃদয় চন্দ্র, রুদ্র সেন ও ইকরাম হোসেন, মারুফ,
মাহমুদ হাসান, সৈকত, আমিন পায়নি তাঁরাও মওকুফ।
তাহির জামান, রিয়া গোপ ও জিল্লুর শেখের কষ্ট,
দীপ্ত দে ও রেদওয়ান সহ হাজার জীবন নষ্ট!
আসিফ ইকবাল, হাসান মেহদী আর এ.টি.এম. তুরাব,
নাদিম, মিজান, রাকিব ভাইদের বিফল জীবন খোয়াব।
রাহাত, সাব্বির, আকরাম হোসেন ও মুত্তাকিন বিল্লাহ,
ওমর ফারুক, আহসান হাবিব শহিদ রণের হিল্লা।
নাসির ইসলাম, নাম না জানা নিহিত হয় কত!
বিখ্যাত আজ পান্থ, রাফি বীর শহিদের মত।
আমার দেশের করুণ নীতি নিজের ঘরেই আগুন,
রক্ততে লাল মাতৃভূমি শোক বেদনার ফাগুন?