বিবেকের কাছে প্রশ্ন
মোঃ ইব্রাহিম হোসেন


এ পৃথিবীর রঙ্গ লীলা
বন্ধ হবে ভাই,
চোখ বুজিলে ভুবন কালো
আলোর দেখা নাই।


অন্ধকারে নিমজ্জিত
হবেই দেহ খান,
মরণ পরে কেউ দিবে না
ফিরিয়ে তব জান।


আমার ভেবে পাগল বনে
ঘুরছো সারা বেলা,
অভাব দুখী দেখলে তুমি
করছো কত হেলা!


ভেবো তারাও মানুষ জেনো
তোমাদের'ই মত,
প্রভুর দ্বারে দু'হাত তুলে
করছে মাথা নত।


ধনী গরীব আমরা সবে
তাঁর দয়াতে বাঁচি,
বিবেকটা'কে প্রশ্ন করো
কিসের তরে নাচি?