বিবেকহীন
মোঃ ইব্রাহিম হোসেন


নিজের কথা ভাবছো সবাই
পরের কথা কেউ না,
কথা দিয়ে দিচ্ছো ফাঁকি
দিচ্ছো না তার পাওনা।


এইটা কি হয় নিয়মনীতি
বিবেক পুষে রেখেও ?
না দেখারই ভান করে যাও
দুই চোখে তা দেখেও।


বিশ্বাস করা খুব অপরাধ
বিশ্বাসে দেয় সাজা,
উপর তলায় পৌঁছে গেলেই
জবান পাল্টায় রাজা।


সহজ-সরল লোক ঠকিয়ে
পাক দিয়ে যাও গোঁফে,
জ্ঞান-গরিমা বিলুপ্ততে
স্বার্থসিদ্ধি লোফে।


এই যদি হয় ধ্যান-ধারণা
বিকেক তোমার নষ্ট,
নিজের বুঝো ষোলোআনা
বুঝো না পর কষ্ট।


প্রকৃত লোক নওকো তুমি
কয় সমাজের লোকে,
তাই তোমার এই আচরণে
আমজনতা শোকে।