বিবেকহীনের অনুশোচনা
মোঃ ইব্রাহিম হোসেন


পরের বুকে হাল বেয়ে যাও
খিলখিলিয়ে হাসো,
গরল পানে হত্যা করে
সুখ সাগরে ভাসো।


কেমন তোমার শিক্ষা নীতি
অন্যকে দাও ব্যথা ?
শিক্ষা আছে জ্ঞানের অভাব
অহংবোধের কথা।


ভাবছো কি গো থাকবে তোমার
এমন এ দিন কভু ?
আসবে শমন হবে মরণ
হিসাব নিবেন প্রভু।


কার সাহসে শক্তি বলে
করছো এমন খেলা ?
জীবন তরীর ছিঁড়বে যে পাল
সাঙ্গ হবে বেলা।


পর'কে দেওয়া আঘাত গুলো
করবে তোমায় জ্বালা,
অশ্রু জলের বন্যা বয়ে
ভরবে নদী নালা।


অনুতাপের অনল দহে
জ্বলবে বুকে আগুন,
হারিয়ে যাবে হরষের দিন
হারাবে সুখ ফাগুন।


বলবে তখন ওগো প্রভু
দাও ফিরিয়ে ভবে,
ভুল করেছি আর হবে না
সুযোগ দিলে তবে।


প্রভু তোমার জবাব দিবেন  
আর হবে না যাওয়া,
জিন্দেগীটার কর্মফলের
ভোগ হবে তোর পাওয়া।