বিচারক তুমি
মোঃ ইব্রাহিম হোসেন


এ ভবের সেরা জীব মানব সকল,
প্রকৃত মানুষ নয় সবি তো নকল।
জ্ঞানে গুণে মহাজ্ঞানী লোলুপের শোক,
আত্মসাতে পর ধনে অনাচারী লোক।


গা'র জোরে কেড়ে নেয় জমিজমা বাড়ি,
কামনার বাসনায় হরে ফের নারী।
কত লোভ কত মোহ দু'দিনের ক্ষণে,
লাঠিসোটা নিয়ে মাতে দখলের রণে।


মারামারি কাটাকাটি জনগণ খুন,
অসহায় অবিচারে দুখী মুখে চুন।
এইভাবে ক্ষণ কাটে বায় সুখ ভেলা,
আহ্লাদ উল্লাসে সদা কেটে যায় বেলা।


ভাবে নাকো তারা কভু উপরের রব,
যত কিছু ভোগে আছে বিধাতার সব।
করুণের স্বরে কাঁদে দীন হীন যারা,
প্রভু দ্বারে হাত পেতে মিনতিতে তারা।


এ পৃথিবী বিধি তুমি করিলে সৃজন,
দয়াময় দয়াশীল ভীষণ রিজন।
ছাড় দাও ছাড়ো নাকো বিচারক তুমি,
তব পদতলে সঁপে ও চরণ চুমি।