বিদায় তারাবিহ
ইব্রাহিম হোসেন

বছরের মতো আজ বিদায় দিলাম
শেষ তারাবিহ পড়ে বিদায় দিলাম,
পাবো কিনা তারাবিহ জানিনা আবার
জানিনা দেবেন কিনা প্রভু দয়াবান ??

তারাবির সালাতে মধুর ওই কিরাতে
জুড়িয়ে গেছে যে মন ও প্রাণ ।
জানিনা দেবেন কিনা প্রভু দয়াবান ??

রোজা রেখেছি রাতে পড়েছি তারাবিহ
পেয়েছি পেয়েছি যেন জীবনের সবি,
কষ্টে যেন এই বুক ফেটে যায় আজ
বিদায় নিয়ে গেল রাতেরও তারাবিহ ।।

আসবে কি জীবনে জানিনা কভু
করবে কি তারাবিহ আবার আহ্বান ।
জানিনা দেবেন কিনা প্রভু দয়াবান  ??

তারাবিহ্ তে পেয়েছি যে তৃপ্তি সুধা
বলোনা পাবো সুধা কোথা গেলে তা ?
তারাবির বিরহে যে মন ব্যাকুলতা
তারাবিহ স্মরণে আমি লিখি কবিতা ।।

মৃত্যু যদি কভু প্রভু দাও মোরে
তার আগে দিও মোরে ঐ রমাদান ।
জানিনা দেবেন কিনা প্রভু দয়াবান ??  

বিদায় বিদায় তারাবিহ বিদায়
আসবে কি তুমি এই আবার শুধাই ?
বিধাতার কাছে এই দয়া টুকু চাই  
তারাবির মাঝে যেন মরণ টা পাই ।।

জান কবজকারী আজরাইল !
রমাদানে নিও তুমি আমার এই প্রাণ ।
জানিনা দেবেন কিনা প্রভু দয়াবান ??

🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
*********************