বিজয়ের সুর
ইব্রাহিম হোসেন
প্রবহমান মধ্যসম পয়ার বর্ণবৃত্ত (১০+৮)


দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দামাল ছেলের দল,
বিজয় ছিনিয়ে আনে শেষে সোনার দেশের তর,  
উল্লাসে সব মেতেই উঠে খুশির জোয়ার ঘর।
বিজয়ী গান কণ্ঠে সবার  সব একতাই বল।


লাল সবুজ ওই পতাকা উড়ছে আকাশ পর,
বাউল যত গায় যে শত দেশ বিজয়ের গান,
শুনে সবার মন ভরে যে জুড়ায় সকল প্রাণ।
পাক বাহিনীর নাহি থাকে দেশের উপর ভর।


বিজয় পরে বাঙলা ঘরে হাজার খুশির ঢল,
কামার কুমার জেলে তাঁতি কৃষক মানুষ সব,
আনন্দে তাই  আত্মহারাই খুশিরই কলরব।
সুজন সখী আয়রে সাথী বাজনা বাজাই চল।


একতারাতে সুর ধরে যে সকল বাউল ভাই,
বিজয় পেলো হায়না গেলো বিনোদনেরই সুর,
দেশ মাটিতে সব খুশিতে রাজাকারেরাই দূর।
ঝান্ডা উড়াই দেশে সবাই সুখের সীমা যে নাই।


সবুজ শ্যামল প্রকৃতিতে বিজয়ী দেশের বাস,
শস্য ফলে মাঠের মাঝেই কৃষক মনের সুখ,
বিজয় এনে স্বাধীন হয়ে দূর হলো সব দুখ।
নাভিশ্বাসের যন্তণাতেই পাক বাহিনীর নাশ।