বিশ্ব নবী (সঃ)
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ
দিগ অক্ষর (১০+১০)


ত্রিভুবনের মোদের নবী
বিশ্ববাসীর ধ্যানের ছবি,
তাঁর অসিলা সৃজন সবি
পুব আকাশে উঠিছে রবি।


শেষ জামানার শ্রেষ্ঠ যিঁনি
নবী কুলের সর্দার তিঁনি,
মাহান প্রভু দিলেন তাঁকে
বিরাজ করেন হৃদে বাঁকে।


তাঁর কারণে বিলুপ্ত আজ
মক্কাবাসীর কাফের বাজ,
ভুবন মাঝে সুখের ছোঁয়া
হয়ে গেলো যে দুখের খোয়া।


দ্বীনে সবই বিলীন করে
ইসলামের পথ টি ধরে,
গেলেন চলে বিশ্বের নেতা
মুমিন মনে হাজার ব্যথা।


জয় হলো যে মোদের দ্বীন
বাজিলো মনে সুখের বিণ,
আঁধার যত দূর যে সব
সবার মুখে আল্লাহ্ রব।
============


সৎ পথের প্রতিদান
ইব্রাহিম হোসেন
অক্ষরবৃত্ত ছন্দ ৮+৬


দিন কাটে মাস যায় বারো মাসে সন,
ভালো পথে চলি মোরা এসো করি পণ।
আয়ু শেষে বের হবে জীবনের দম,
এক দিন কেড়ে নিবে প্রাণ পাখি যম।


রূপ আছে টাকা আছে, আছে গাড়ি বাড়ি,
আরো আছে রূপবতী ঘরে কত নারী!
যেতে হবে মায়া ভুলে সব কিছু ছাড়ি,
দ্বীনে এসে দ্বীনে চলো ছাড়ো কাড়াকাড়ি।


জীবনের লেনাদেনা শেষ হয়ে যাবে,
মৃত দেহ গোর মাঝে পোকাতে'যে খাবে।
দিন পার করো নাকো রঙ তামাশাতে,
চিরদিন নাহি রবে এই দুনিয়াতে।


পাঠাইলেন ভব মাঝে প্রভু দয়াময়,
ইবাদতে এ জীবন হবে মধুময়।
বিত্তশালী বিত্তলোভে কেনো থাকো ভাই?
প্রভু তুষ্ট না থাকিলে নরকে'যে ঠাঁই।


সৎ পথে নেমে যদি আসে কভু দুখ,
ক্ষণিকের দুখে পাবে চিরকাল সুখ।
পরকাল ভেবে তুমি খোদা মনে আঁকো,
দিবানিশি সারাক্ষণ প্রভু নাম ডাকো।


নামাজ ও কালিমাতে ধ্যানে রাখো মন,
তবে তুমি হবে ভবে খোদা প্রিয়জন।
দিয়ে যাও হৃদে এঁকে রাসূলের মান,
কিয়ামতে পাবে তবে এর প্রতিদান।
===================