বধূর বায়না
মোঃ ইব্রাহিম হোসেন


ঈদ এসেছে বছর পরে
শোনো প্রাণের স্বামী,
বেনারসি শাড়ি নেবো
হোক না যতই দামি।


হাতে নেবো স্বর্ণ চুড়ি
গলায় হীরার মালা,
শোনবো না আজ কোনোই কথা
বাড়লে বাড়ুক জ্বালা।


নাকে নোলক ঝুমকা কানে
নূপুর নেবো পায়ে,
ঈদের দিনে বিকেল বেলা
ঘুরবো সুখের নায়ে।


সব মিলে খুব নয়তো বেশি
অল্প কিছু হবে,
এ সব দিয়ে রাজার বেশে
আমার পাশে রবে।


তুমি আমার প্রাণের রাজা
আমি হবো রানী,
হাত কপালে স্বামীর বাণী
গেলো জীবন খানি।