বহুমুখী গুণী রমণী কূল
ইব্রাহিম হোসেন
পন্ত্রণা ছন্দ মাত্রাবৃত্ত (৬+৬+৬+২)


রমণী জননী গর্ভধারিণী
শোভাময়ী নারী শাড়ী,
মামমতাময়ী কল্যাণময়ী
মাঅভাগী সতী নারী।


নারী  নন্দিনী নারী মায়াবিনী
চিরসঙ্গিণী  সতী,
মায়াদানকারী  ছায়াদানকারী
নারী গুণী প্রভা'বতী।


অংসী  হংসী দূর্গমগিরী
সাহসী  অতসী  রাণী,
নারী  প্রনয়ণী  অর্ধাঙ্গিণী
অধিষ্ঠাত্রী বাণী।


নারী  উদরিণী  নারী আদরিণী
ভারী সংসারী  নারী,
নারী  মায়াবতী  নারী রূপবতী
অতসী  বাতাসী বারী।


নারী গুণবতী নারী বিদ্রোহী
ধরণী বরণী প্রাণী,
পত্নী কামিনী প্রেয়সী ঘরণী
চিত্তহারিণী বাণী।


(বিশেষ দ্রষ্টব্য : প্রতি শব্দের শেষে দীর্ঘ ঈ কার ী থাকতেই হবে।)