১/
বন্ধুত্বের মিল
ইব্রাহিম হোসেন


আমি চাই না এ পৃথিবীতে কারও শত্রু হতে,
কারও কাছে যন্ত্রণা ও ঘৃণার পত্র হতে।
হতে চাই সবার প্রতি প্রেমময় সদয়,
চাই পেতে বন্ধুত্ব ভালোবাসার পূর্ণ হৃদয়।


সাগরের অতলে গভীর থেকে গভীরে,
ডুবে যাবে জীবন তরী খুঁজবে না কেউ মোরে।
দিতে পারি যদি প্রেম নিরবধি সকলের তরে,
থাকবে না জীবনে দুঃখ অনুতাপ মনের করিডোরে।


চলার পথে কারও যদি হতে পারি এতটুকু
সহযোগীতার এক অতি সামান্য লাঠি,
সেটাই তো হবে আমার আঁধার জীবনে
পথ চলার প্রদীপ জ্বালার কাঁঠি।


পরোপকারে করতে চাই আমার এ জীবন
সৎ পথে সকলের তরে উৎসর্গ,
তাতেই হবে ধন্য জীবন ধন্য হবো আমি
কি লাভ হবে বলো মিছে করে গর্ব ?


গর্বকারী বিধারতার কাছে চির দুশমন
অবনী পরে শয়তানের হয় প্রিয় বন্ধু,
লোভ লালসার মায়াজালে বন্দি করে রাখে
নষ্ট করে জীবনের সব সুখ সিন্ধু।


পৃথিবীর পরে মানবের তরে দিতে পারি যদি
ভালোবাসা কারও প্রতি এক তিল,
চিরন্তন রবে সুখে দুখে কবে হয়তোবা হবে
মানুষের তরে মানুষের বন্ধুত্বতের মিল।
=====================


২/


অমানুষের দল
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ঞ (৯+৭)


আজকে দেশে কত মানুষ
শক্তিশালীর দল,
শক্তি বলেই চলে তারা
অত্যাচারের ঢল।


হিংসা মনের মাঝে পুষে
দিনের সারা বেলা,
অর্থ লুটেই চলছে তারা
গরিব নিয়ে খেলা।


সন্ত্রাসী আর চাঁদাবাজে
দেশ'টা গেছে ভরে,
সম্বলহীনে দাও না কিছু
যাকনা অভাব সরে।


চলবে কত এই ভুবনে
পাপের লোভে মোহে,
অগ্নিশিখা জ্বল'বে মনে
বিদ্রোহের'ই দ্রোহে।


পতন হবে জেনে রেখো
অমানুষের দল,
থাকবে নাকো চিরদিন'ই
এমন শক্তি বল।


==========