বঙ্গবন্ধুর ভাষণ
মোঃ ইব্রাহিম হোসেন ( রাজশাহী )
তারিখঃ ০৬/০৩/২০২২ ইং, রবিবার


বঙ্গবন্ধুর সাত'ই মার্চের ভাষণ ভোলার নয়,
স্মৃতির পাতায় থাকবে তা যে হবে না তার ক্ষয়।
রেসকোর্সের ওই ময়দানেতে বজ্রকণ্ঠের সুর ,
করতে হবে মুক্ত এ দেশ বহিঃশত্রু দূর।


বাহান্নতে রক্ত দিয়ে চুয়ান্নতে জয়,
তবু'ও তো পাইনি গদি বঙ্গ জাতির লয়।
আটান্নতে মার্শাল জারি দশটি বছর রয়,
আটষট্টি সাল ছয় দফাতে বাঙ্গালী খুন হয়।


শেখ মুজিবুর ডাক দিলেন যে ও বাঙ্গালী ভাই !
করতে হবে অস্ত্র ধারণ সব অধিকার চাই ।
এইবারের এই সংগ্রামেতে মরণে ভয় নাই,
সাত কোটি এই দেশ জনতা বঙ্গে যে চায় ঠাঁই।


শহর গঞ্জে গ্রাম মহল্লায় দূর্গ গড়া চাই,
যার যা আছে তার তা হাতে তৈরী থেকো ভাই ।
আমি যদি না পারি ফির হুকুম দেবার আর,
যুদ্ধ করে দেশ স্বাধীনে শত্রু করো ছার।


দিয়েছি রক্ত  আরো দেবো ধরছি বাজি পণ,
ইনশাআল্লাহ ছিনিয়ে নেবো বঙ্গভূমি ধন।
বৈরী থেকে বাঁচাও এ দেশ শান্তি সুখে রও,
সাহস বুকে শত্রু নাশে জাগ্রত সব হও।