বন্যার্তদের আর্তনাদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০৮-২০২৪ ইং
ওগো ও মহান রব জানি নাকো হায়,
কত মা'র বুক খালি মহা-বন্যায়!
দু’চোখের পানি ধরে নাহি রাখা যায়,
সাগরের সাথে মিলে অশ্রু গড়ায়।
বাড়ি নাই, ঘর নাই, নাই কারো রানি,
চারিদিকে থৈথৈ গলা সম পানি।
জানবাজি রেখে হাত ধরে টানাটানি।
বানভাসীদের কেঁদে চোখে পড়ে ছানি।
ভারতের সীমা থেকে বারিধর আসে,
জমিন সাগর তলে লাশগুলো ভাসে।
সমাধির নাহি ঠাঁই বিজাতিরা হাসে,
বিজিবি ও সেনাদল উদ্ধারে আসে।
পশুপাখি প্রাণী যত আশ্রয় খুঁজে,
বাঁচিবার তাড়নায় কাঁদে চোখ বুজে।
বাঁচাও হে প্রভু নাম অন্তরে পূজে,
করুণ এ ইতিহাস যেনো জুজে জুজে।
সন্তান হারা হায় মা-বাবার কোল,
বিভীষিকা হাহাকারে কান্নার রোল!
হারাই দেখিয়া তাহা এ মুখের বোল,
বুকভরা বেদনায় সান্ত্বনা ভোল।