বর ও বধু
ইব্রাহিম হোসেন


নতুন বধূ আসবে ঘরে
মনে কত সুখ,
দূর হবে যে মনের জ্বালা
আছে যত দুখ।


স্বপ্ন চোখের দুটি তারায়
মনের মাঝে আশ,
সুখের সাথে দুজন মিলে
কাটবে বছর মাস।


বর সেজে যে যাবো আমি
কন্যা নিতে আজ,
লাল শাড়িতে ঢাকবে বধূ
চোখের যত লাজ।


কবুল কবুল তিন কবুলে
দুটি মনের মিল,
বাসর রাতে বলবো কথা
উজাড় করে দিল।


ভালোবাসার মিলন মালা
গলে দেবো তার,
কাজল কালো আঁখি দুটি
বুজবে বারে বার।


জোড়া মনের স্বপ্ন আশা
পূরণ হবে তাই,
বর ও বধূর হৃদয় মাঝে
খুশির সীমা নাই।