বর্ষাকালের খেলা
মোঃ ইব্রাহিম হোসেন


বৃষ্টিধারা করছে তাড়া
নিদাঘ শেষে ওরে,
যাসনে তোরা মেঘের ঘোড়া
আসছে তেড়ে জোরে।


নীলের খেলা দেয়ার ভেলা
আকাশ জুড়ে ভাসে,
দৌড়াদৌড়ি তড়িঘড়ি
বাদল হয়ে আসে।


বৃষ্টি কন্যা দিচ্ছে বন্যা
গ্রাম্য পাড়া ডুবে,
যায় না দেখা সূর্য রেখা
নীল-আকাশে পূবে।


পদ্মা নদী নিরবধি
বইছে প্রবল বেগে,
খোকা খুকি মারছে উঁকি
বকছে বাবা রেগে।


বর্ষাকালে জেলের জালে
ইলিশ ধরা পড়ে,
ভিজে ভিজে মাঝি নিজে
যাত্রীকে পার করে।
==========


মা আমার জান্নাত
মোঃ ইব্রাহিম হোসেন


মাগো আমার জান্নাত
এই পৃথিবীর সবার সেরা,
তোমার চরণ চুমি
আদর যত্নে আছি ঘেরা।


তোমার পরশ পেয়ে
আজকে আমি ধন্য ভবে,
থাকলে খুশি তুমি
মিলবে ভালে স্বর্গ তবে।


তোমার পদতলে
একটু আমায় ঠাঁই দিও মা,
আমার ভুলের তরে
ক্ষমা করো রাগ করো না।


তোমার দোয়া পেলে
সবার থেকে ধনী আমি,
রত্ন,হীরা,মণি
এসব থেকেও মা যে দামি


চাইবো দু'হাত পেতে
রোজ হাশরে খোদার দ্বারে,
জায়গা দিও প্রভু
আমার মায়ের পায়ের ধারে।
===============